বাংলাদেশী তরুণদের স্বপ্নকে সমর্থন করার জন্য বহুমুখী ব্যবস্থা
কারিগরি প্রশিক্ষণার্থীদের জাপান যাওয়া পর্যন্ত যেসব ধাপগুলো রয়েছে
কঠোর নির্বাচন
প্রথমে ডকুমেন্ট দেখে নির্বাচন করার সময়, আমরা এপ্লিকেশন ফর্ম ছাড়াও জাপানি ভাষা পরীক্ষা এবং স্বাস্থ বিষয়ক সার্টিফিকেটও বিবেচনা করি।
জাপানী কর্মী দ্বারা ইন্টারভিউ নেয়া
জাপানী কর্মী মূল্যায়ন করবে যে সেই প্রশিক্ষণার্থী জাপান জীবনের সাথে মানিয়ে নিতে পারবে কিনা।
উত্তীর্ণ আবেদনকারীদের পরিবারের সাথে পর্যাপ্ত যোগাযোগ
বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হলেও তার পরিবার জাপানে পাঠানো বিষয়ে সন্তুষ্টি এবং সহমত কিনা তা সাক্ষাৎকারের মাধ্যমে নিশ্চিত করবো।
ডরমিটরিতে জাপান যাওয়া পূর্ববর্তী প্রশিক্ষণ কোর্স (৫-৬ মাস)
প্রশিক্ষণার্থী এবং তার পরিবারের সহমত নিশ্চিত করার পর আমাদের আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে নিজস্ব পাঠ্যক্রমের মাধ্যমে নিম্নলিখিত বিষয়গুলো শিখাবো।
- জাপানি ভাষা (N5~N4)
- জাপানি সংস্কৃতি (জাপানি শিষ্টাচার ইত্যাদি)
- জাপানের জীবনধারা এবং রীতিনীতি (পরিষ্কার করা, কাপড় ধোয়া, রান্না করা ইত্যাদি)
- কাজের ধরন অনুসারে কারিগরি প্রশিক্ষণ
- অন্যান্য দক্ষতা যেমন কিভাবে একটি গ্রুপে বসবাস করতে হয়
জাপানে যাওয়ার আগে ফাইনাল চেক
প্রায় ছয় মাসের প্রশিক্ষণ শেষে, প্রশিক্ষণার্থীরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (JPT) এবং স্বাস্থ পরীক্ষা দিবে এবং আমাদের কোম্পানির মান পূরণ করলে কারিগরি প্রশিক্ষণার্থী হিসেবে জাপানে পাঠানো হবে।
জাপানে যাওয়ার পরেও ব্যবস্থাপনা সংস্থাগুলির সাথে পর্যাপ্ত যোগাযোগ
সফলভাবে জাপানে পাঠানোর পরেও, প্রশিক্ষণার্থীদের অবস্থা বুঝতে ব্যবস্থাপনা সংস্থার সাথে পর্যাপ্ত যোগাযোগ রাখবো।
যদি কোন সমস্যা হয়, আমরা গ্রুপ কোম্পানির কর্মীদের সহযোগিতা নিয়ে তা মোকাবেলা করব।
জাপানে বসবাস এবং কাজ করতে উপযোগী করার জন্য পরিকল্পিত পাঠ্যক্রম
সকাল থেকে দুপুর
সকালের সমাবেশে ও ব্যায়াম
সকালের পরিচ্ছন্নতা কার্যক্রম
রিভিশন পরীক্ষা
আগের দিন পর্যন্ত যা শিখেছেন তা নিয়ে পরীক্ষা
সকালের ক্লাস
দুপুরের খাবার এবং বিরতি
দুপুর থেকে বিকেল
দুপুরের পরিচ্ছেন্নতা কার্যক্রম
দুপুরের ক্লাস
সমাপনী সমাবেশ ও গোছানো
ডরমিটরিতে ফিরা