প্রধান নির্বাহী কর্মকর্তার বার্তা এবং কর্মকর্তাদের পরিচয়
GREETING
Kaicom DREAM STREET এর হোমপেজে স্বাগতম।
জাপানে কাজ করতে ইচ্ছুক এমন বাংলাদেশী তরুণদের পূর্ণ সমর্থন করাই আমাদের লক্ষ্য।
বাংলাদেশে অনেক তরুণ রয়েছে যারা স্বপ্নের পেছনে ছুটছে।
কিন্তু, বাংলাদেশে পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থার অভাব থাকায় কত মানুষ তাদের স্বপ্নের মাঝপথে হার ছেড়ে দিতে হচ্ছে।
এটা সত্যিই দুঃখজনক বিষয়।
এই পরিস্থিতিতে, ওয়াতামি গ্রুপের প্রতিষ্ঠাতা ওয়াতানাবে মিকি স্কুল প্রতিষ্ঠা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের স্বপ্নের পেছনে ছুটে চলা তরুণদের সমর্থন অব্যাহত রেখেছেন।
আমি তার কার্যক্রমের জন্য কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি খুব অনুপ্রাণিত হলাম।
ফলস্বরূপ, আমরা একসাথে তরুণদের স্বপ্ন পুরণে সমর্থন করার উদ্দেশ্যে Kaicom DREAM STREET প্রতিষ্ঠা করেছি।
বাংলাদেশের তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।
আমি বিশ্বাস করি যে একদিন আমরা দেখবো আমাদের বাংলাদেশী তরুণরা জাপান থেকে জ্ঞান সংগ্র করবে, আর তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের উন্নতি এবং তাদের বড় স্বপ্নগুলো বাস্তবায়ন করবে।
আমি এটাও বিশ্বাস করি যে এই কার্যক্রম জাপান ও বাংলাদেশের বন্ধুত্বময় সম্পর্ককে আরও গভীর করবে এবং উভয় দেশের উন্নয়নে অবদান রাখবে।
আমরা ভবিষ্যতে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি, তবে আমরা অবশ্যই এই মিশনটি পূরণ করব।
আপনাদের সমর্থন এবং সহযোগিতার জন্যও অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস (Anjan Das)
প্রধান পরিচালক
জুন ওনেদা (Jun Oneda)
পরিচালক
অনিক সরকার (Anik Sarkar)
কোম্পানির প্রোফাইল
COMPANY PROFILE
কোমপানির নাম | Kaicom DREAM STREET Co., ltd(কাইকম ড্রিম স্ট্রিট কোং লিমিটেড) |
প্রধান নির্বাহী কর্মকর্তা | ANJAN DAS(অঞ্জন দাস) |
প্রতিষ্ঠিত | ফেব্রুয়ারি, ২০২৩ |
ঠিকানা | ANZ Hoq Eleven Square 7th Floor, House No-1, Road No-11, Block-H, Banani, Dhaka 1213. |
আমাদের কার্যক্রম |
|
ইতিহাস
HISTORY
কোম্পানি প্রতিষ্ঠা অনুষ্ঠান বাংলাদেশে অনুষ্ঠিত
প্রথম ব্যাচের ৭ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ শুরু
যোগাযোগ
ACCESS