বাংলাদেশে অনুষ্ঠিত হয় কাইকোম এবং ওয়াতামি এর যৌথ উদ্যোগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
২০২৩ সালের ২৬শে জানুয়ারী, বাংলাদেশের ঢাকায় অবস্থিত নাসেন্ট গার্ডেনিয়া হোটেলে Kaicom Solutions Japan BD Co., Ltd. এবং Watami Group এর মধ্যে একটি যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং "Kaicom DREAM STREET Co.,Ltd." (সংক্ষেপে: KDS) নামক যৌথ উদ্যোক্ত কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাপানি দূতাবাসের রাষ্ট্রদূত জনাব কিমিনোরি ইওয়ামা সহ জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি জনাব তোমোহিদে ইচিগুচি, জেট্রো বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি জনাব ইউজি আন্দো। আবার বিশেষ অতিথি হিসেবে ওয়াতামি গ্রুপের প্রতিষ্ঠাতা ও জাপানের প্রাক্তন সাংসদ জনাব মিকি ওয়াতানাবে উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আব্দুল কাদের এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডের (বিওইএসএল) ব্যবস্থাপনা পরিচালক জনাব মল্লিক আনোয়ার উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাপান ও বাংলাদেশ উভয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ১৫ জন জাপানি কোম্পানির প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা যারা বহু বছর ধরে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে কাজ করে এসেছেন।
ওয়াতামি এজেন্ট কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও KDS এর প্রধান পরিচালক জনাব জুন ওনেদার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কাইকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও KDS এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব অঞ্জন দাস। তিনি তার বক্তব্যে KDS এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সকল অতিথির উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
KDS এর উদ্দেশ্য হল বাংলাদেশী তরুণদের সমর্থন করা যারা টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (Technical Intern Training Program সংক্ষেপে: TITP) এবং নির্দিষ্ট দক্ষ কর্মী (Specified Skilled Worker সংক্ষেপে: SSW) হতে চায়।
তরুণদের স্বপ্নকে সমর্থন করার জন্য, সমস্ত কর্মচারী সহযোগিতা করে কার্ক্রমটি এগিয়ে নিবো।