【নির্দিষ্ট দক্ষ কর্মী】প্রথম ব্যাচ নির্ধারণ হলো

Kaicom DREAM STREET Co., Ltd. নির্দিষ্ট দক্ষ কর্মী হিসেবে জাপানে কাজ করতে চাওয়া বাংলাদেশের তরুণদের সমর্থন করে থাকি।

নির্দিষ্ট দক্ষ কর্মী সিস্টেম হল এমন একটি ব্যবস্থা, যার লক্ষ্য হচ্ছে জাপানের যেসব শিল্প ক্ষেত্রে মানব সম্পদ সুরক্ষিত করা কঠিন সেখানে নির্দিষ্ট স্তরের দক্ষ বিদেশীদেরকে নিয়োগ করা। 

নিয়োগের বিবরণ সম্পর্কে মনোযোগ সহকারে শুনছেন আবেদনকারীরা

এবার আমরা খুজেছিলাম এমন আবেদনকারীদের যারা কৃষি দক্ষতা মূল্যায়নের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং JLPT N4 বা তার অধিক জাপানি ভাষার দক্ষতা রয়েছে।

বাংলাদেশে কৃষি দক্ষতা মূল্যায়নের পরীক্ষা শুরু হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে।
পরীক্ষা অলম্ভ থেকে বেশি দিন না হওয়ায় আবেদনের সংখ্যা নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু ২০ জনের বেশি আবেদনকারীরা এসেছেন!

জাপানে কাজ করতে অধিক আগ্রহী - সেই বিষয়টি খুব অনুভব করলাম।

গ্রুপ ইন্টারভিউ এর সময়

ইন্টারভিউ এর পূর্বে আমাদের কথাগুলো যেভাবে মনোযোগ সহকারে শুনছিলেন, তা ছিল চিত্তাকর্ষক। আর ইন্টারভিউ এর সময় জাপানি ভাষা ব্যবহার করে নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করতে দেখে মুগ্ধ হয়েছিলাম।

এই বাছাই প্রক্রিয়ায়, আমরা কয়েকজন তরুণ-তরুণীকে উত্তীর্ণ করেছিলাম, কিন্তু অনুপ্রেরণা ও আশায় উদ্ভাসিত আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচন করা খুবই কঠিন ছিল।

যারা উত্তীর্ণ হয়েছিলেন, তারা Kaicom DREAM STREET-এর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেয়ার পর জাপানের কোম্পানিতে নিযুক্ত করা হবে।

তারা যাতে জাপানে সফলতা অর্জন করতে পারে, সেই লক্ষে আমরা আমাদের সবার সর্বশক্তি দিয়ে তাদের সমর্থন করে যাবো।