২০২৩ সালের ২৮শে মার্চে জাপানের তোকুশিমা জেলার নারুতো সিটি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেরর মধ্যে একটি "বন্ধুত্বপূর্ণ সিটি" চুক্তি স্বাক্ষরিত হয়। নারুতো সিটিতে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন নারুতো সিটির মেয়র ইজুমি এবং নারায়ণগঞ্জ সিটির মেয়র আইভী।
অনুষ্ঠানের পরে আয়োজিত সংবাদ সম্মেলনে, বাংলাদেশ থেকে কারিগরি ইন্টার্ন প্রশিক্ষণার্থীদের গ্রহণ করার জন্য একটি ব্যবস্থাপনা সমিতি "এনএন কোঅপারেটিভ" প্রতিষ্ঠা এবং এই প্রকল্পটি Kaicom DREAM STREET এর সহযোগিতায় পরিচালনা করার ব্যাপারে ঘোষণা করা হয়।
পরের দিন ২৯শে মার্চে অনুষ্ঠিত বাংলাদেশ সেমিনারে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব অঞ্জন দাস মঞ্চে আসেন এবং "বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা" থিম এর মাধ্যমে আমাদের কোম্পানির প্রকল্প নিয়ে ব্যাখ্যা করেন।
এই "বন্ধুত্বপূর্ণ সিটি" চুক্তি সম্পাদিত হওয়ায়, নারুতো সিটি এবং নারায়ণগঞ্জ সিটির মধ্যে আরো সক্রিয়ভাবে যোগাযোগ হবে বলে আশা করা হচ্ছে।
Kaicom DREAM STREET ও মানব যোগাযোগের ক্ষেত্রে উভয় সিটির উন্নয়নে সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।